আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় ধানক্ষেত থেকে মাদকাসক্ত নাঈম হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টায় আদমদীঘি উপজেলার কড়ই পূর্ব পাড়া মাঠে গভীরনলকূপ ঘরের পাশে জমি থেকে তার লাশ উদ্ধার করে। নাঈম উপজেলার কড়ই সরকারপাড়ার নাসির উদ্দিনের ছেল। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নাঈম অটো চার্জার চালক সে মাদকাসক্ত ছিল। বৃহস্পতিবার বিকেলে মাদক সেবন করে কড়ই পূর্বপাড়া মাঠে গভীর নলকূপ ঘরের পাশে জমিতে অসুস্থ হয়ে মারা যান। স্থানীয় লোকজন তাকে দেখে পুলিশে খবর দিলে রাত ৮টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ বগুড়া মর্গে প্রেরণ করেন।
আদমদীঘি থানার ওসি জালালউদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে সে মাদকাসক্ত ছিল, তার মৃতদেহের পাশে পরে ছিল নেশা জাতীয় দ্রব্য। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে এ মৃত্যুর ব্যাপারে বিস্তারিত জানাা যাবে।