বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার অধিনস্ত সকল ইউনিয়ন কমিটি গঠন ও দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ১৬ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শাখারিয়া ইউনিয়ন শাখার আয়োজনে পল্লীমঙ্গল বারুইপাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় হলরুমে শাখারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করে একদলীয় শাসন কায়েমকারী সরকারের পতন ঘটাতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংঘঠিত করে দেশনায়ক তারেক রহমানকে মাতৃভূমিতে ফিরে নিয়ে আসতে হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত জীবনযাপনের ব্যবস্থা করতে হবে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জুম্মান শেখ ও পান্না।
এছাড়াও উপস্থিত ছিলেন শাখারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান জাহিদ হেলাল,আব্দুল হান্নান, ছাত্রনেতা বিপ্লব, যুবদল নেতা নাহিদ হাসান, সাজু মন্ডল, শাকিল সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।