বগুড়ায় শতাধিক হিন্দু পরিবারের মাঝে উপহার বিতরণ

254

বগুড়ার সাবগ্রাম কুদরতিয়া উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘উদ্যোগ’র আয়োজনে করোনাকালীন সময়ে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে অসহায় হিন্দু ধর্মালম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়ছে।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলামের পরিচালনায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে অসহায় হিন্দু ধর্মালম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবগ্রাম ইউপি চেয়ারম্যান আবু সালেহ নয়ন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ওবায়দুল হক, তাহমিনা আক্তার রেশমি, মিলন মিয়া, পলাশ, ওবায়দুল্লাহ সরকার স্বপন, বাবুল, মহান, শ্রী পলাশ, শান্ত, মানিক, সজিব প্রমুখ। উদ্যোগ’র আয়োজনে করোনাকালীন সময়ে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে শতাধিক অসহায় হিন্দু পরিবারের মাঝে এই উপহান সামগ্রী বিতরণ করা হয়।

বার্তা প্রেরক
মুকুল ইসলাম
প্রাক্তন ছাত্র, সাবগ্রাম কুদরতিয়া উচ্চ বিদ্যালয়, বগুড়া ও
প্রচার সম্পাদক, জেলা ছাত্রলীগ বগুড়া।