শিবগঞ্জের আমজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাজেদুল

250

 

ইমরানুল হকঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের ৮৪ নং আমজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন খামারপাড়া গ্রামের মৃতঃ মোসলেম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম সাজেদুল। ২০ অক্টোবর আমজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ঐ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোকামতলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফজলার রহমান দুলা সরদার এর ছেলে আল তাহির রশিদ বাবু ও খামারপাড়া গ্রামের সমাজসেবক আরিফুল ইসলাম সাজেদুর। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ১১জন ভোটারের মধ্যে ৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন শেষে ঘোষিত ফলাফলে দেখা যায়, আরিফুল ইসলাম সাজেদুলের প্রাপ্ত ভোট ৫, এবং আল তাহির রশিদ বাবু’র প্রাপ্ত ভোট ৪। অথ্যাৎ আরিফুল ইসলাম সাজেদুল ১ভোটে বিজয়ী হয়। প্রধান শিক্ষক মোছলেমা খাতুন আরিফুল ইসলাম সাজেদুলকে বিজয়ী ঘোষণা করেন। এসময় নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ভোটার, শিক্ষক, জনপ্রতিনিধিসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বিজয়ী সভাপতি আরিফুল ইসলাম সাজেদুল বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশসহ সার্বিক উন্নয়নের সকলের সহযোগিতায় কাজ করে যাবো।
সচেতন একটি মহল বলেছেন, বিগত সভাপতি বাবু বিদ্যালয়ের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করেনি।
এদিকে নতুন সভাপতি সাজেদুলকে রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন।