বগুড়া এক্সপ্রেস ডেস্ক
আর মাত্র ৩ দিন পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞা উঠে যাবে সাকিব আল হাসানের ওপর থেকে। গেল বছর তিনি নিষিদ্ধ হয়েছিলেন সব ধরনের ক্রিকেট থেকে। অপরাধ, ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন রেখেছিলেন আইসিসি ও বিসিবি’র কাছে। আইসিসি’র কাছে সাকিব নিজের দোষ স্বীকার করে নিয়েছিলেন। যে কারণে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। তবে সেখানে এক বছর ছিল স্থগিত নিষেধাজ্ঞা। ২৯শে অক্টোবর থেকে সাকিবের আর মাঠে ফিরতে বাধা নেই। বর্তমানে তিনি রয়েছেন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে।
তবে জানা গেছে নভেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরে আসছেন তিনি। বিসিবি’র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম দৈনিক মানবজমিনকে বলেন, ‘যতটা শুনেছি সাকিব হয়তো আগামী মাসের শুরুতেই দেশে ফিরতে পারেন।’
গত সেপ্টেম্বরে দেশে এসেছিলেন সাকিব। নিষেধাজ্ঞা থাকায় মিরপুর শেরেবাংলা