শিবগঞ্জের দেউলীতে ইউপি চেয়ারম্যান আব্দুল হাই কর্তৃক দুর্গা পূজামন্ডপ পরিদর্শন

294

 

ইমরানুল হকঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হাই প্রধান অত্র ইউপি’র ৯টি পূজামন্ডপ পরিদর্শন করেছে।

২৫ অক্টোবর দিনভর দেউলী ইউনিয়নের রহবল, দেউলী, লক্ষিকোলাসহ ৯টি দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি, সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক খোঁজ-খবর নেন এবং দুর্গাপূজার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মেহেদী হাসান (খোকন), মেহেদুল ইসলাম, ছামছুল ইসলাম, দোলন রহমান, মেহেরুল ইসলাম প্রমূখ।