শাজাহানপুরে মানব বন্ধনের ঘটনায় থানায় জিডি

245

 

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে মানব বন্ধনের ঘটনায় শাজাহানপুর থানায় সাধারণ ডায়েরী(জিডি) করা হয়েছে। গত বৃহস্পতিবার ঘটনার দিন রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী আসফে সাদী বাদী হয়ে জিডি করেছেন। এই ঘটনায় জড়িত যুবলীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের হুঁশিয়ারী দিলেও গতকাল শনিবার পর্যন্ত তা বাস্তবায়ন হয়নাই।
সাংসদের বরাদ্ধে টিআর প্রকল্পের জন্য গত ২৯জুন প্রকল্প জমা দেয়ার শেষ দিন ছিলো। প্রকল্পের সভাপতিরা নির্দিস্ট সময়ে কাগজ জমা না দেয়ায় ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রকল্পের অর্থ ফেরৎ যায়। এই ঘটনার প্রায় ৪মাস পরে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর কেউ কেউ এবং স্থানীয় যুবলীগের কয়েক নেতা কর্মীরা উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে ঝটিকা মানব বন্ধন করেন। এই ঘটনাকে সড়যন্ত্র এবং সরকারের জন্য বিব্রত কর ও মানহানী কর বলে উল্লেখ করেন উপজেলা প্রশাসন।