বগুড়া এক্সপ্রেস ডেস্ক
দঙ্গল’ ছবিতে আমির খানের মতো বড় মাপের অভিনেতার সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন ফাতিমা সানা শেখ। সেই প্রথম ছবিই তার ক্যারিয়ারের রাস্তা সুগম করে দেয়। এরপর আমিরের ‘ঠগস অব হিন্দুস্তান’ ছবিতেও অভিনয় করেন। এর বাইরেও অন্য ছবিগুলোতে নিজের অভিনয় প্রতিভাকে মেলে ধরেন তিনি। করোনার কারণে দীর্ঘদিন বাসাবন্দি ছিলেন। তবে এবার ‘সুরজ পে মঙ্গল ভারী’ এবং ‘লুডো’ ছবি দু’টি মুক্তি পেতে যাচ্ছে তার। এ দু’টি ছবি নিয়েই দারুণ আশাবাদী তিনি। বাড়িতে বসেই ছবি দু’টোর প্রচার কাজে অংশ নিচ্ছেন ফাতিমা।
সম্প্রতি নিজের চলতি ক্যারিয়ার নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘দঙ্গল’ আমার জীবনটাই পাল্টে দিয়েছিল। এখন ইন্ডাস্ট্রিতে আমার অবস্থান যেখানে, তার নেপথ্যে ওই ছবিটার অবদান রয়েছে। আবার তার পরের ছবি, অর্থাৎ ‘ঠগস অব হিন্দুস্তান’ ফ্লপ হয়েছিল। কাজেই স্ট্রাগলের কোনো শেষ নেই। তবে আমি ধীর গতিতে এগোচ্ছি। ‘নেপোটিজম’ বা ‘ইনসাইডার-আউটসাইডার’ বিতর্ক নিয়ে ফাতিমা বলেন, রাস্তাটা কঠিন সেটা জেনেশুনেই এসেছি। শেষ পর্যন্ত দর্শকরা ঠিক করেন কে থাকবে, আর কে নয়। এ নিয়ে এতো আগ্রাসী বিতর্ক আমার পছন্দ নয়। এতে ইন্ডাস্ট্রিরই ক্ষতি হচ্ছে।