নন্দীগ্রামে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

204

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম। উপজেলার ওমরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে হাসান আলী ঐতিহ্যবাহী ওমরপুরহাটের সরকারি জায়গা জবরদখল করে পাকা দোকান ঘর নির্মাণ কাজ শুরু করে। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম জানতে পেরে ১২ই নভেম্বর দুপুরে সেখানে গিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ উচ্ছেদ করে দেন। এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম। তিনি বলেন, সরকারি জায়গায় অবৈধ কোনো প্রকার স্থাপনা নির্মাণ করতে দেয়া হবে না। কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করলে তা উচ্ছেদ করে দেয়া হবে।