পর্তুগালের গোল উৎসবে রোনালদোর ১০২

159

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

ঘরের মাঠে অ্যান্ডোরাকে গোল বন্যায় ভাসালো পর্তুগাল। বুধবার রাতে প্রীতি ম্যাচে ৭-০ গোলে অ্যান্ডোরাকে হারিয়েছে ইউরোপসেরা দলটি। বদলি হিসেবে নেমে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১০২ নম্বর গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। অভিষেক ম্যাচে জোড়া গোল করেছেন পলিনহো। অভিষেকে গোল করেছেন পেদ্রো নেতো। রোনালদো ছাড়াও একটি করে গোল করেন রেনাতো সানচেস ও জোয়াও ফেলিক্স। অপর গোলটি আত্মঘাতী। আন্তর্জাতিক ম্যাচে দেশের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডধারী ইরানের আলী দাইয়িকে ছুঁতে আর মাত্র ৭ গোল চাই রোনালদোর। উয়েফা নেশন্স লীগে ‘এ’ লীগের ৩ নম্বর গ্রুপে আগামী শনিবার নিজেদের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে পর্তুগাল।

এর তিন দিন পর ক্রোয়েশিয়ার মাঠে খেলবে প্রথম চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ফার্নান্দো সান্তোসের দল।

আরেক প্রীতি ম্যাচে ঘরের মাঠে সুইজারল্যান্ডকে ২-১ গোলে হারায় ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম। দ্বাদশ মিনিটে সুইসদের এগিয়ে নেন আদমির মেহমেদি। দ্বিতীয়ার্ধে মিচ বাতসুয়াইয়ের জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

অন্যান্য প্রীতি ম্যাচে বেলারুশকে ৫-৩ গোলে বিধ্বস্ত করেছে রোমানিয়া। ক্রোয়েশিয়া-তুরস্ক প্রীতি ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। তবে লাইপজিগে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে জার্মানি। চলতি বছর এ নিয়ে মাত্র দুই ম্যাচ জিতল জোয়াকিম লো-র দল। প্রায় নতুন চেহারার দল মাঠে নামিয়েছিলেন লো। ১৩ মিনিটে বেনফিকা ফরোয়ার্ড লুকা ওয়াল্ডস্মিতের গোলে এগিয়ে যাওয়ার পর জার্মানিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।