স্টাফ রিপোর্টার
বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে চলা ওই অভিযান সদর উপজেলার বিভিন্ন ক্লিনিকে পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফ আফজাল রাজন। এসময় র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার স্বজল কুমার সরকারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
র্যাব-১২ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারা ভঙ্গের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে সোনার মদিনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক হানযানা ইসলামকে ২ লাখ এবং মরিয়ম হসপিটাল এন্ড ডায়াগনস্টিকের মালিক আব্দুর রহিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।