শিবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

281

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, জেলা আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন, এম এ লতিফ, মাষ্টার হাবিবুল আলম, এমদাদুল হক, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, রেজাউল করিম চঞ্চল, জেলা পরিষদের সদস্য আ: করিম, মারুফ রহমান মুঞ্জু, ভাইস চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম রাজু, পৌর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আমিনুল হক দুদু, শামছুল ইসলাম মোল্লা, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রধান, এসএম রূপম, মহিদুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য আগামী ১৮ ডিসেম্বর শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মীদেরকে সুসংগঠিত করে সম্মেলনকে সফল করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। বর্ধিত সভায় ১২টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ থানা পর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন