নুনগোলা ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন কাজের শুভ উদ্বোধন

273

———————
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ ১৬ নভেম্বর (সোমবার) সকালে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নে ৪০ দিনের সরকারি কর্মসৃজন কাজের উদ্বোধন করা হয়। উক্ত কর্মসৃজন (ই.জি.পি পি) কাজের শুভ উদ্বোধন করেন নুনগোলা ইউপির প্যানেল চেয়ারম্যান এসএম বেলাল হোসেন বিজয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সোহেল রানা ঘটু, অতিদারিদ্র কর্মস্থান কর্মসূচিতে ইউনিয়ন জুড়ে ১৪৪ জন নারী-পুরুষ শ্রমিক গ্রামীণ অবকাঠামোর বিভিন্ন রাস্তাঘাটে সংস্কার কাজ করবেন।