আকাশ স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মুনলাইট ডেভলপমেন্ট সোসাইটির উদ্যোগে উইকেয়ার এর সোহযোগীতায় নারীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার বিকালে বগুড়া সদর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও আর্থিক সহায়তা ও বৃদ্ধভাতা বিতরণ করেন প্রদান করেন সদর উপজেলার নির্বাহী অফিসার আজিজুর রহমান । বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান ডালিয়া নাছরিন রিক্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজিয়া শামস্, বগুড়া প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক আরিফ রেহমান, মুনলাইট কোঅডিনেটর মোর্শেদা বেগম আইভি ও মোঃ শাহিদুল আলম তুষার। অনুষ্ঠানে ১৫ জন নারী উদ্যোক্তাকে আর্থিক সহায়তা ও ৩৮ জনকে বয়স্ক ভাতা প্রদান করা হয় ।
প্রধান অতিথি বলেন, প্রান্তিক পর্যায়ে বসবাসকারী নারীদের সহযোগীতার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়া যায় । মুনলাইট দেশের উন্নয়নে সঠিক কাজটি করছেন । তিনি আরও বলেন দেশের উন্নয়নে সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানকে এক সঙ্গে কাজ করতে হবে সরকারের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয় ।