শেরপুরে ‘নো মাস্ক নো সার্ভিস’ বাস্তবায়নে ইউএনও’র অভিযানঃ ১ জন দণ্ডিত

241

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

‘নো মাস্ক নো সার্ভিস’- প্রধানমন্ত্রীর এই অনুশাসন কার্যকর করতে ১৫ নভেম্বও রবিবার শেরুয়া বটতলা বাজার এলাকায় মোবাইল কোর্টের অভিযান চালিয়েছে শেরপুর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো লিয়াকত আলী সেখ এই অভিযান পরিচালনা করেন। এ সময় মাস্ক পরতে মাইকিং করে সকলকে সচেতন করা হয়। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করা হয়। দোকানে দ্রব্যমূল্যতালিকা টাঙ্গানো নিশ্চিত করা হয়। দোকান/ফার্মেসিতে টাঙ্গানোর জন্য প্রধানমন্ত্রীর ‘নো মাস্ক, নো সার্ভিস’’ অনুশাসন সম্বলিত স্টিকার সরবরাহ করা হয় । মোবাইল কোর্টের তৎপরতা দেখে জনসাধারণ মাস্ক পরা শুরু করেন। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করে রেস্টুরেন্ট পরিচালনা করায় ১ জনকে মোট ১,০০০ টাকা অর্থদণ্ড করা হয়। শেরপুর থানা-পুলিশ মোবাইল কোর্টকে সহায়তা করে।
এসময় ইউএনও বলেন, আসন্ন শীতে করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ এর আশঙ্কা করা হচ্ছে। তাই ঘরের বাইরে বের হতে হলে অবশ্যই মুখে মাস্ক পরতে হবে। মাস্ক না পরা আইনত দণ্ডনীয় অপরাধ। মাস্ক পরিধান না করলে জেল জরিমানা হতে পারে। জনস্বার্থে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।