বগুড়া ডিবির অভিযানে গাঁজা ইয়াবা ও ১০ মাদক মামলায় সাজা প্রাপ্ত পলাতক আসামীসহ গ্রেফতার ৫

276

এম.এ রাশেদ, স্টাফ রিপোর্টারঃ
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে বগুড়া ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বগুড়ার ডিবির টিম মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই কেজি পাঁচশত গ্রাম গাঁজা ও একশত পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৫ ব্যক্তিকে গ্রেফতার করেছেন ডিবি পুলিশ। ওর দিকে ১টি অটোরিকশা আটক করা হয়েছে।
বগুড়ার ডিবি টিম ২২ নভেম্বর গভীর রাতে বগুড়া জেলার গাবতলী উপজেলার সুখানপুকুরস্থ চামুড়পাড়া দুর্গামন্দিরের সামনে হইতে এক কেজি গাঁজাসহ -কেশবের গ্রামের হেলাল মন্ডল ছেলে গাঁজা ব্যবসায়ী মিশা আহমেদ (২২) কে গ্রেফতার করেন ডিবি পুলিশ। অপরদিকে বগুড়া সদর থানার ছোট কুমিড়া পশ্চিমপাড়া হইতে সাতশত পঞ্চাশ গ্রাম গাঁজা ও একশত পিচ ইয়াবা ট্যাবলেটসহ আইজুল শেখের ছেলে শয়ন শেখ (৩০) কে গ্রেফতার করেন। ও নওগাঁ জেলার ঢুলি বাদক রানী নগর থানার ডাকাতী মামলার পলাতক আসামী বগুড়া সদর থানার ছোট কুমিড়া পশ্চিম পাড়া গ্রামের শয়ন শেখের স্ত্রী চম্পা বেগম (২৮) কে গ্রেফতার করেন। একই রাতে বগুড়া সদর থানার ভবেরবাজার এলাকার মেহেরা ফিলিং স্টেশনের সামনে হইতে সাতশত পঞ্চাশ গ্রাম গাঁজা ও এক”টি অটোরিকশাসহ পারতেখুর উওর পাড়া এলাকার মৃত আবু বক্কর এর ছেলের তোতা (৪৮)কে গ্রেফতার করেন। ও বগুড়া শাজাহানপুর থানার ৩টি মাদক মামলার আসামী ও ৫ বছর সাজা সহ মোট ১০ মাদকসমামলার পলাতক আসামী বগুড়া সদর থানার চকসূত্রাপুর পশ্চিমপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে ফারুক (২২)হোসেন কে গ্রেফতার করে বগুড়ার ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে বগুড়ার গাবতলী মডেল ও সদর থানায় নিয়মিত মামলা রুজু অন্তে আসামীগণকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।