আওয়ামীলীগ সরকার কৃষি উন্নয়নের জন্য ব্যাপক কাজ করে যাচ্ছেন— উপজেলা চেয়ারম্যান সফিক

245

আকাশ স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক বলেন, বর্তমান সরকার কৃষি উন্নয়নের জন্য ব্যাপক কাজ করছেন। শীত মৌসুমে কৃষকদেরকে বিভিন্ন প্রকার সার, বীজ সহ অনেক সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের উন্নয়নের জন্য কৃষকদেরকে বাঁচাতে হবে। তাই আওয়ামীলীগ সরকার কৃষি উন্নয়নের জন্য ব্যাপক কাজ করে যাচ্ছেন। কেউ সরকারী বরাদ্দ কৃত কৃষি সরঞ্জাম বিক্রি করলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার বগুড়া সদর উপজেলা পরিষদ চত্ত্বরে ২০২০-২০২১ অর্থ বছরে প্রাকৃতিক দূর্যোগে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধিলক্ষে কৃষকদের মাঝে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলি বলেন। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার ইসমত জাহান। ৩ হাজার ২ শত জন কৃষকদের মাঝে গম,ভুট্রা, সরিষা,মশুর,মরিজ,টমেটো, সূর্ষমুখী,পিয়াজ গ্রী:মুগ বিতরণ করা হয়।