বগুড়ার শাজাহানপুরে কয়েলের আগুনে পুড়লো ৬ গরু

130

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে মশার কয়েল থেকে ছড়িয়ে পড়া আগুনে এক কৃষকের গোয়াল ঘরে থাকা ৬ টি গরু অগ্নিদগ্ধ হয়েছে। এতে গুরুতর দগ্ধ হয়ে ৫ টির গরুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে উপজেলার মাদলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ওই ঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডের ঘটনায় ওই কৃষক পরিবারের কেউ আহত হননি।

ক্ষতিগ্রস্ত কৃষক রামচন্দ্রপুর গ্রামের মৃত মন্তেজার রহমানের ছেলে মহসিন সাকিদার (৬৫)। তিনি জানান, প্রতিদিনের মতো ওই দিন সন্ধ্যায় গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে দেন। এসময় হঠাৎ করে কয়েলের আগুন পাটের দড়িতে লেগে যায়। এরপর তা ছড়িয়ে পড়ে গোয়াল ঘরে থাকা পাট খড়িতে। একপর্যায়ে আগুনের শিখায় পুরো গোয়াল ঘর ছারখার হয়ে যায়। তখন প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গোয়ালে থাকা ৬টি গরুর মধ্যে ৫টি মারা যায়। অপর একটি গরু গুরুতর দগ্ধ হয়। সংবাদ পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

প্রতিবেশিরা জানিয়েছেন, গাভীর দুধ বেঁচেই সংসার চলতো কৃষক মহসিন সাকিদারের। অগ্নিকান্ডে গরু মারা যাওয়ায় সে এখন নি:স্ব হয়ে পড়েছে।

অপরদিকে অগ্নিকান্ডে সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।