বগুড়া জেলা স্টীল এন্ড ওয়েল্ডিং ইঞ্জিনিয়ারিং ওয়াকর্সপ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজুর উদ্যোগে মাস্ক বিতরন1 মিনিটে পড়ুন

178

এম এ রাশেদ

কোভিড-১৯ পরিস্থিত মোকাবেলায় বগুড়া জেলা স্টীল এন্ড ওয়েল্ডিং ইঞ্জিনিয়ারিং ওয়াকর্সপ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজুর ব্যক্তিগত উদ্যোগে মাস্ক বিতরন করা হয়েছে। শুক্রবার সকালে ১৭নং ওয়ার্ডের জয়পুরপাড়ায় বিতরন কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মেজবাহুল হামিদ মেজবা। এ সময় উপস্থিত ছিলেন জযপুরপাড়া সবুজ বাংলা যুব সংঘের সাবেক সাধারন সম্পাদক মো: সুজন শেখ, সমাজসেবক আ: মালেক, মো: নাহিদ, মো: আসলাম, মো: ভোল্লা শেখ, সোহাগ আহমেদ প্রমূখ। ১৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার ১ হাজার সাধারন জনগনের মাঝে মাস্ক বিতরন করা হয়েছে।