বগুড়া এক্সপ্রেস ডেস্ক
বাড়িতে বসে থেকে বর্তমানে মানুষকে একঘেয়েমিতে পেয়ে বসেছে। বাড়িতে বসে কী করবেন, তা ভেবে উঠতে পারছেন না মানুষ। মহামারীর জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মহামারীর জেরে যখন মানুষকে একঘেয়েমি পেয়ে বসেছে, সেই সময় অনেকে অনেক বিষয়ে মন্তব্য করতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় যাকে ট্রোলিং বা সমালোচনা হিসেবে ধরা হচ্ছে। মহামারীর জেরে মানুষকে যেমন একঘেয়েমিতে পেয়ে বসেছে, তেমনি অনেকের হাতে তেমন কোনও কাজও নেই। সেই পরিস্থিতির মধ্যে পড়েই এখন অনেকে সেলিব্রিটিদের নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতে শুরু করেছেন। অনলাইন ট্রোলিং নিয়ে মুখ খুলতে গিয়ে এবার এমনই মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।
অনলাইনে ট্রোলিংয়ের বিষয়ে মুখ খোলার পাশাপাশি স্বজনপোষণ নিয়েও মুখ খোলেন কারিনা। তিনি বলেন, ২১ বছর ধরে বলিউডে কাজ করছেন তিনি। তারকা সন্তান হয়েই যদি তিনি ইন্ডাস্ট্রিতে হাজির হতেন, তাহলে এত বছর ধরে একটানা কাজ করতে পারতেন না। মানুষ তাদের তৈরি করেছেন। দর্শক ছাড়া অন্য কেউ তাদের তৈরি করেননি। তাই স্বজনপোষণের জেরে তাঁরা ইন্ডাস্ট্রিতে নিজেদের পসার জমিয়েছেন বলে যারা মনে করছেন,তারা পুরোপুরি ভুল বলে দাবি করেন কারিনা।