নিয়মিত ক্রীড়া চর্চা করলে মেধা ও মননের বিকাশ ঘটায়——–সোয়েব আকতার খান

173

এস এম সালমান হৃদয় স্টাফ রিপোর্টারঃ

গতকাল শুক্রবার রাতে বগুড়া গাবতলী কাগইল ফ্রেন্ডস ক্লাবের উদ্দ্যোগে কাগইল করুনা কান্ত উচ্চ বিদ্যলয় মাঠে চুড়ান্ত ফুটবল টূর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উক্ত টূর্নামেন্ট এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন, কাগইল ইউনিয়ন পরিষদের সদস্য মিকরাইল হোসেন । ফাইনাল খেলার উদ্বোধন কালে সোয়েব আখতার খান বলেন, নিয়মিত ক্রীড়া চর্চা করলে মেধা ও মননের বিকাশ ঘটায়,মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ,মাদক মুক্ত সুন্দর সমাজ গঠনে ক্রীড়া চর্চা গুরুত্ব পূর্ন ভূমিকা রাখে।এ জন্য যুব সমাজকে নিয়মিত ক্রীড়া চর্চা করা দরকার।এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক রাজিব আহম্মেদ,বাবলু মিয়া,ইনতাজ প্রাং প্রমুখ।