আধাঘণ্টায় দেড়শ কোটি টাকার লেনদেন, বীমার দাপট

179

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ নভেম্বর) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে লেনদেনে বেশ ভালো অগ্রগতি দেখা দিয়েছে। আধাঘণ্টার মধ্যে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় দেড়শ কোটি টাকার লেনদেন হয়েছে।

লেনদেনে ভালো অগ্রগতি থাকার পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে লেনদেনের প্রথম আধাঘণ্টায় ঊর্ধ্বমুখী রয়েছে সবকটি মূল্য সূচক। তবে অন্য খাতগুলোর তুলনায় দাম বাড়ার ক্ষেত্রে বেশি দাপট দেখাচ্ছে বীমা কোম্পানিগুলো।

তালিকাভুক্ত ৪৮টি বীমা কোম্পানির মধ্যে আজ লেনদেনের শুরুতে ৪১টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪টির। প্রায় সবকটি বীমা কোম্পানির শেয়ারের দাম বাড়ার ইতিবাচক প্রভাব পড়ে অন্য খাতেও।

ফলে প্রথম ৪২ মিনিটের লেনদেনে ডিএসই’র প্রধান সূচক ৯ পয়েন্ট বেড়ে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়েছে। তবে ডিএসই শরিয়াহ্ দশমিক শূন্য ২ পয়েন্ট কমেছে।

এ পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৩২টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৮৩টির। আর ৯৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৬৩ কোটি ৬৩ লাখ টাকা।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৩ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৪ কোটি ৭৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৮৩ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।