শিবগঞ্জে কিচক গো‌পিনাথপুর এমএন‌টি ভাটায় ইট পোড়া‌নো কার্যক্রম উ‌দ্বোধন ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত

225

রশিদুর রহমান রানা শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপ‌জেলার কিচক গো‌পিনাথপুর এমএনটি
ভাটায় ইট পোড়া‌নো কার্যক্রম উ‌দ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ইট ভাটায় দোয়া ও মিলাদ মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা যুবসংহ‌তির আহবায়ক এম‌পি পুত্র হুসাইন শ‌রিফ সঞ্চয়। এসময় উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা যুবসংহ‌তির সদস্য স‌চিব যুব‌নেতা ‌শেখ ফজলুল বা‌রি, পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোকছেদ আলী আকন্দ, কেন্দ্রীয় ছাত্র সমা‌জের নেতা মোঃ আহসান হা‌বিব রেবুল, জাতীয় পা‌টির কিচক ইউ‌নিয়নের সাধারন সম্পাদক মোঃ নবীবুর রহমান, আবু জুবাই‌য়ের, মোকারম হো‌সেন, দে‌লোয়ার হো‌সেন, জিয়াউর রহমান, এম এ র‌হিম, আব্দুল গফুর, মোহাম্মদ, ছা‌নোয়ার হো‌সেন,রমজান আলী প্রমুখ। অনুষ্ঠা‌নে প‌বিত্র ফা‌তেহা শরীফ পাঠ, মিলাদ মাহ‌ফি ও দোয়া অনু‌ষ্ঠিত হয়।