বগুড়ায় ১০১ নমুনায় শনাক্ত ১০,সুস্থ ১২

147

স্টাফ রিপোর্টার

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১০১টি নমুনার ফলাফলে নতুন করে ১০জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৯দশমিক ৯০শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ১২জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ১০জনের মধ্যে সদরের ৮জন বাকি ২জন ধুনটের বাসিন্দা।

সোমবার  দুপুর ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান,  ৬ ডিসেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১০১টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৪টি নমুনায় ৬জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৭টি নমুনায় ৪জনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ৫২জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ২০৬জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২১৩জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬৩৩জন।