মুলার কেজি ১টাকা,বিষ প্রয়োগ করে মুলা নিধন করছে চলনবিলের কৃষকেরা

265

এ এইচ খোকন চলনবিল প্রতিনিধিঃ চলনবিল এলাকার অন্যতম সবজি মুলা৷ এ বছর উৎপাদন বেশি, দাম একেবারে কম। ১ থেকে২ টাকা দরে বিক্রি হচ্ছে শীতকালীন এই সবজি৷ বাজারে অন্য সবজির সাথে প্রচুর মুলার আমদানি হচ্ছে৷ পাতাকপি, ফুলকপি, শিম, বেগুন, মুলা মাসখানেক আগে তারা ভাল দামে বিক্রি করেছেন। কিন্তু উৎপাদন ও বাজারে আসায় মুলার চাহিদা কমে এসেছে।বাজারগুলোতে মুলার দাম দাম এখন বেশ কম, কেজি প্রতি গড়ে ১ টাকা৷

তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রামের আমির হোসেন জানান, তিনি ধামাইচ হাটে নিয়ে এসেছিলেন প্রায় ১০ মণ মুলা। বিক্রি করেছেন মাত্র ৪০০ টাকায়। মণপ্রতি বিক্রি হয়েছে ৪০ টাকা। উত্তোলন ও বহন খরচের দামও আসে নাই৷তাই বাধ্য হয়েই মুলার জমিতে ঘাসনাশক বিষ প্রয়োগ করে জমি পরিস্কার করছে অধিকাংশ কৃষকেরা৷