জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি রকেট ও সাধারণ সম্পাদক জাকির

275

গতকাল অনুষ্ঠিত জয়পুরহাট জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
জয়পুরহাট স্টেডিয়ামে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। আগামী তিনবছরের জন্য নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।
জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আরিফুর রহমান রকেটকে সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেনকে সাধারণ সম্পাদক হিসাবে নাম ঘোষণা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পুরাতন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দের সঙ্গে নিয়ে পুর্ণাঙ্গ কমিটি গঠন চূড়ান্ত করবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।