বগুড়া মাটিডালী গড়েরহাট ব্রীজ সংস্কারের দাবীতে মানববন্ধন

253

বগুড়া শহরের শত বছরের পুরনো ঝোপগাড়ী,বারপুর,ধরমপুরের সাথে মাটিডালী সংযোগ ব্রীজ (গড়েরহাট ব্রীজ) সংস্কারের নামে প্রায় ২বছর আগে ভেঙ্গে আজ পর্যন্ত মেরামত না করায় ব্রীজটি অতিদ্রুত পুনঃনির্মাণের দাবীতে শুক্রবার বিকেলে উক্ত ব্রীজের সামনে এলাকার কয়েকশত ভুক্তভোগীরা মানববন্ধন করেন। সরকারি আযিযুল কলেজের সাবেক ছাত্রনেতা ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সুজ্জাতুল আলম সুজাত এর আহ্বানে এলাকার ভূক্তভোগীদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে- উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম বাবুল, আবু জাকির হোসেন মিঠু, মাইদুল ইলাম গফুর, জহুরুল ইসলাম রানা, ইকবাল হোসেন রাঙ্গা, আঃ গোফ্ফার বুলু, আমজাদ হোসেন, আঃ লতিফসহ কয়েকশত ভুক্তভোগী এলাকার জনগণ।।