বগুড়ার ধুনটে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত ৩

122

এম.এ রাশেদ
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বগুড়া ধুনট উপজেলার নিজ নাটাবাড়ি মধ্যে পাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান স্ত্রী তফুরা বেগম (৩৮), ও আব্দুর ছাত্তার স্ত্রী আনজুয়ারা (৪০) গৃহবধূকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। একই সাথে ওই গৃহবধূর ভাসুরের ছেলে ফরহাদ হোসেন ভান্ডারী (২৮) কেও পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। তাদেরকে বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসাধীন ব্যক্তি ফরহাদ হোসেন ভান্ডারী (১৭ ডিসেম্বর ২০২০)বৃহস্পতিবার সাড়ে ৩টায় সাংবাদিক এম.এ রাশেদকে বলেন জমিজমা সংক্রান্তের জের ধরে (১৭ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ৯টায় সময় আমার বাড়ির উওর পাশে আমার পৈত্রিক সম্পত্তিতে প্রতিবেশী মৃতঃ মাজেম ছেলে হেলাল উদ্দিন (৪০), লিটন মিয়া( ৩৮), শিপন মিয়া (৩২), জাহাঙ্গীর আলম (৩০) ও শিপনের ছেলে শাউন মিয়া (২০) সহ অজ্ঞাত নামা আরও ৬/৭ ব্যক্তি বেআইনিভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত দলবদ্ধতা হয়ে আমার সম্পত্তিতে হালচাষ শুরু করে, আমি সংবাদ পেয়ে উক্ত সম্পত্তিতে গিয়ে তাদেরকে হালচাষ বাধা প্রদান করিলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। গালিগালাজের আমি প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হিয়া আমাকে এলোপাতাড়িভাবে মারপিট শুরু করেন। আমার চিৎকারে উপরোক্ত আহত ব্যক্তি এগিয়ে আসলো তাদেরকে মারপিট করে বিভিন্ন জায়গায় ছেলে ফুলা যখন করেন এবং তাদের গলায় ও কানে থাকা স্বর্ণের অলংকার অসৎ উদ্দেশ্যে ছিনিয়ে নেন।

রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কনো অভিযোগ দায়ের হয়নি, অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।