আদমদিঘীতে ৩৪ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার

126

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে ৩৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মনিরুজ্জামান মনি (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। সে লালমনিরহাট সদরের ওয়ারলেছ কলোনীর জুলফিকার আলী ভুট্টুর ছেলে।

মঙ্গলবার দিবাগত রাতে নওগাঁ-ঢাকা মহাসড়কের আদমদীঘির অদুরে মেসার্স ইত্তেহাদ প্লাষ্টিক কারখানার নিকট ঢাকাগামী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় আদমদীঘি থানায় বুধবার সকালে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন জানান, নওগাঁর নজিপুর থেকে ঢাকাগামী দুর পাল্লার একটি কোচে মাদকের চালান যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার পর নওগাঁ-ঢাকা মহাসড়কের আদমদীঘির অদুরে মেসার্স ইত্তেহাদ প্লাষ্টিক কারখানার নিকট বিভিন্ন যাত্রীবাহি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। রাতে নজিপুর থেকে ঢাকাগামি ঢাকা মেট্রো-ব-১৪-২১৩৬ নম্বর কোচ তল্লাশি কালে ই-২ নম্বর আসনে বসা মনিরুজ্জামান মনির দু‘হাটুর ফাঁকে রাখা ট্র্যাভেল ব্যগ খুলে ৩৪ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। এসময় ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

আদমদিঘী থানার ওসি জালাল উদ্দীন জানান, বুধবার দুপুরে মনিরুজ্জামানকে আদালতে প্রেরণ করা হয়েছে।