কোমলমতি শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে -এম আর ইসলাম রফিক

137

===========
এস এম সালমান হৃদয় স্টাফ রিপোর্টারঃ কোমলমতি শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এমন মন্তব্য করে ১৪নং ওয়াড আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রাথী এম আর ইসলাম রফিক বলেছেন, কোমলমতি শিহ্মাথীদের শিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলা, গান বাজনারও প্রশিক্ষণ দিতে হবে। তাদের প্রতি যত্নবান হতে হবে। তাহলে তারাও স্বাভাবিক জীবনে ভূমিকা রাখতে পারবে। ২৪ শে ডিসেম্বর ২০২০ বগুড়া পৌরসভার ১৪নং ওয়াডের বড় বেলাইলে উন্মেষ মাল্টিমিডিয়া স্কুলে অভিভাবক সমাবেশ স্কুলে প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যহ্ম জুবায়ের আহম্মেদ রুবেল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সমাজ সেবক সাইফুল্লাহ, সহকারী অধ্যহ্ম আবু হাসান, সহকারী শিক্ষিকা মিরজাহান খাতুন বিভা,নিগার সুলতানা, শিমু খাতুন, ইভানা আক্তার রুমি,শিহ্মক নাজিম মোল্লা, রকি সরকার প্রমূখ।