টি-টেন লীগে নাসির-তাসকিনসহ ছয় বাংলাদেশি

116

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

ফিটনেস টেস্টে পাশ না করায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা হয়নি নাসির হোসেনের। তবে এই অলরাউন্ডার সুযোগ পেয়েছেন আরব আমিরাতের টি-টেন লীগে। আগামী ২৮শে জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই আসরে সুযোগ পেয়েছেন মোট ছয় বাংলাদেশি ক্রিকেটার।

আট দলের আসরটির প্লেয়ার ড্রাফট শুরু হয়েছে বুধবার। প্রথম দিনেই নাসির হোসেনকে দলে ভিড়িয়েছে পুনে ডেভিলস। দলটিতে রয়েছেন মোহাম্মদ আমির, স্যাম বিলিংস, অজন্তা মেন্ডিসের মতো ক্রিকেটাররা। মারাঠা অ্যারবিয়ান্স দলে খেলবেন সবেচেয়ে বেশি তিন বাংলাদেশি। তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেনের সঙ্গে রয়েছেন অলরাউন্ডার মুক্তার আলী। তাসকিন-মোসাদ্দেকরা সতীর্থ হিসেবে পাবেন মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকদের মতো তারকাদের।

বাংলাদেশের মালিকানাধীন আসরের একমাত্র দল বাংলা টাইগার্স দলে নিয়েছে আফিফ হোসেন ও মেহেদি হাসানকে।

তাদের সঙ্গে দলটিতে রয়েছেন মুজিব উর রহমান, জনসন চার্লস ও আন্দ্রে ফ্লেচার।

চতুর্থ আসরে দেখা যাবে টি-টোয়েন্টির প্রায় সব তারকা ক্রিকেটারদের। ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, ওয়াহাব রিয়াজরা খেলবেন ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত চলা আসরটিতে।