বগুড়ায় ১৯৫ নমুনায় শনাক্ত মাত্র ২জন

104

স্টাফ রিপোর্টার

বগুড়ায় সবচেয়ে কম সংখ্যক করোনায় শনাক্ত হয়েছেন। গেল ২৪ ঘন্টায় ১৯৫টি নমুনা পরীক্ষায় মাত্র দুইজনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। শনাক্তের হার এক দশমিক ২ শতাংশ।  জেলায় এই প্রথম অধিক নমুনা পরীক্ষায় কম শনাক্ত মিলল। এর আগে গত ১০ অক্টোবর ১২টি নমুনায় সবগুলো ফলাফল নেগেটিভ আসে। তখন দীর্ঘ ৫ মাস পর করোনাবিহীন দিন পেয়েছিল বগুড়া।

এদিকে নতুন আক্রান্ত ২জনই সদর উপজেলার বাসিন্দা। এছাড়া জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১জন। তবে নতুন করে কারও প্রাণহানি ঘটেনি।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এসকল তথ্য জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডাঃ তুহিন জানান, জেলায় দুটি পিসিআর ল্যাবে মোট ১৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ১৯০টি পরীক্ষায় একজনের এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৫নমুনার মধ্যে একজনের দেহে করোনার ভাইরাস পাওয়া যায়।

তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ৪৭৬জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ৬১৮জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২২২জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬৩৬জন।