বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর শুভ বড়দিন পালন

105

আবু সাঈদ হেলাল
শুক্রবার গোহাইল রোড¯ উপাসনালয়ে বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর আয়োজনে খ্রীষ্টান ধর্মাবলম্বীরা যথাযথ মর্যাদায় শুভ বড়দিন পালন করে। উপাসনালয়ে ধর্মীয় গান, ত্রাণকর্তা যিশু এ পৃথিবীতে কিভাবে জন্ম নিয়েছিলেন এ বিষয়ে বিশদ আলোচনা হয়। আলোচনায় অংশ নেন পালক মি. গিলবার্ট মৃধা। বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সভাপতি রবার্ট রবিন মারান্ডির সভাপতিত্বে বক্তব্য রাখেন বামমা বগুড়ার সভাপতি ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ শেখ। তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনায় মুক্তিযুদ্ধের সময় ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে এ দেশ স্বাধীন করেছিল। অসাম্প্রদায়িকতার মধ্যেই মানবিক চেতনা মানবিকতার উন্মেষ। মানুষে মানুষে মিলনের সুর বেজে উঠে অসাম্প্রদায়িক মনোভাবের মধ্যদিয়ে। এটাই আমাদের বাঁচার পথ, শান্তির পথ ও জীবনাচরনের পথ। সকল ধর্মের মূল কথা প্রেম, মৈত্রি, শান্তি ও সম্প্রীতি। গীর্জায় বর্ণিল সাজে সেজেছে ক্রিস্টমাসট্রি। ধর্মীয় আলোচনা শেষে প্রভু যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এসময় উপ¯িত ছিলেন বগুড়া জেলা মহিলা শ্রমিক লীগের সভানেত্রী শামীমা আক্তার জলি, বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সহ-সভাপতি মি. সৌরভ বিশ্বাস, সম্পাদক আশের মাইকেল বেসরা, কোষাধ্যক্ষ টমাস অর্পন মন্ডল, চার্চ কাউন্সিলর টোনাম সরকার, স্বপন সরেন, প্রকৌশলী ভিভিয়ান রিওন মারান্ডীসহ খ্রীষ্টিয় পরিবারের সদস্যরা।