নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ

বিটিভি’র ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

115

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৬৪ সালের এই দিনে তৎকালীন ডিআইটি ভবনের নিচ তলায় (বর্তমানে রাজউক ভবন) রাষ্ট্রীয় এই টিভি চ্যানেলটির আত্মপ্রকাশ। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর এর নাম বদলে হয় বাংলাদেশ টেলিভিশন। ১৯৭৫ সালের ৯ই ফেব্রুয়ারি ডিআইটি ভবন থেকে রামপুরায় নিজস্ব ভবনে স্থানান্তরিত হয় বিটিভি। ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিটিভি গতকাল নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মলনের আয়োজন করে। এতে বিটিভি’র মহাপরিচালক এস.এম হারুন অর রশীদসহ বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মলনে এস.এম হারুন অর রশীদ বিটিভিকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিচ্ছেন বলে জানান। ‘বদলে যাবে বদলে দিবে’ এই স্লোগানকে সামনে রেখে নতুন বছরের যাত্রা শুরু করছে বাংলাদেশ টেলিভিশন।

এরইমধ্যে দর্শকদের বিটিভিমুখী করার জন্য বেশকিছু নতুন অনুষ্ঠান যোগ করা হয়েছে। তিনি বলেন, সবাই বলে একটা সময় বিটিভি’র সোনালি যুগ ছিল। সত্যি বলতে তখন, বিটিভি ছাড়া আর কোনো টিভি চ্যানেল ছিল না। এখন অনেক দেশীয় চ্যানেল আমাদের এসেছে। এরমধ্যেই আমাদের এগিয়ে যেতে হচ্ছে। এ ছাড়া অন্য চ্যানেলের মতো আমরা শুধু বিনোদনের জন্য কাজ করি না। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের কিছু সীমাবদ্ধতা থাকে। সেসবের মধ্য দিয়ে বিটিভিকে আমরা আরো আধুনিকায়ন করছি। সোশ্যাল মিডিয়াতেও বিটিভি এখন সক্রিয়। এ ছাড়া বিটিভি এখন শুধু একটি চ্যানেলের মধ্যে নেই। এর সঙ্গে আছে বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি’র চট্টগ্রাম কেন্দ্র। খুব শিগগিরই বিটিভি’র চট্টগ্রাম কেন্দ্র ১২ ঘণ্টা থেকে ১৮ ঘণ্টা সম্প্রচার শুরু হবে। এদিকে এটি ২৪ ঘণ্টা সম্প্রচারে যাওয়ার পরিকল্পনা রয়েছে।