বগুড়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের সংবাদ সন্মেলন

114

————————————————
আকাশ স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার বিকালে বগুড়া সদর উপজেলা পরিষদ হল রুমে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। লিখিত বক্তব্যে তিনি বলেন, ৩০ ডিসেম্বর বুধবার বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের দশটিকা গ্রামে মুজিব বর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রী প্রতিশ্রুত ভুমিহীন ও গৃহহীনদের জন্য একক গৃহ নির্মান প্রকল্পে সময় টিভির বগুড়ার প্রতিনিধি মাজেদুর রহমান ও ক্যামেরা পার্সন রবিউল ইসলাম রবির সাথে অনাকাঙ্খিত ঘটনার সম্পর্কে উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবাদ সন্মেলনের আয়োজন। তিনি আরও বলেন, মুজিব বর্ষ উপলক্ষে বগুড়া সদর উপজেলার ২৫০ টি বাড়ী নির্মাণ প্রকল্পের কার্যক্রম চলমান। এ প্রকল্পের কাজ গুলি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নেতৃত্বে এগিয়ে চলছে। জনপ্রতিনিধিরা নির্মান কাজ পরিদর্শন ও পরামর্শ প্রদান করছে। দু:খ জনক বিষয় হলো বুধবার উক্ত স্থানে উক্ত দুজন সাংবাদিক বৃন্দ সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় জনগনের সাথে বাক বিতন্ডার এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে, যা অত্যান্ত দু:খ জনক ও বেদনা দায়ক। ঘটনাটি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে গিয়ে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। সরকারের উন্নয়ন মূলক কাজ যাতে সঠিক ভাবে সঠিত সময়ে হয় তার জন্য উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন সব সময় তৎপর। তারপরও কেউ না কেউ উন্নয়ন মূলক কর্মকান্ড বাধা গ্রস্থ করার অপচেষ্টায় লিপ্ত থাকে, গত কালের ঘটনা তেমনি একটি অপচেষ্টা বলে আমরা মনে করি। তিনি আরও বলেন, আমরা যারা বগুড়ায় বিভিন্ন রাজনৈতিক দলের রাজনীতি করি তাদের সাথে বগুড়ার প্রশাসন, রাজনৈতিক দল, সাংবাদিক ও বুদ্ধিজীবী সহ সকলের সাথে আন্তরিক সম্পর্ক। সাংবাদিকদের সাথে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা দু:খ প্রকাশ করছি এবং ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমুলক শাস্তি যাতে প্রদান করা হয় প্রশাসন দ্রুত তার ব্যবস্থা করবে বলে সাংবাদিক সন্মেলনে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া খাতুন রিক্তা, শেখেরকোলা ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম,শাখারিয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হুদা উজ্জল, নামুজা ইউপি চেয়ারম্যান এস এম রাসেল মামুন প্রমুখ।