বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৩০

151

কাহালু(বগুড়া) প্রতিনিধি

বগুড়ার কাহালু উপজেলার দরগাহাট এলাকায় নির্মাণাধীন ব্রিজের গার্ডারের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের ফাহিমা বেগম(৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। নিহত ফাহিমার বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বানিয়াচাপড় এলাকায়। তিনি ওই এলাকার আফজালের স্ত্রী।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের দরগাহাট বগুড়া ভান্ডার জুটমিলের কাছে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় কমপক্ষে ৩০জন আহত হয়েছেন।

এ ঘটনায় পুলিশ বাসটিকে আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম ।

জানাগেছে, বগুড়া থেকে সাকিব পরিবহনের একটি বাস ক্ষেতলাল যাচ্ছিল। পথিমধ্যে দরগাহাট এলাকায় নির্মাণাধীন ব্রিজের গার্ডারের সাথে ধাক্কা লেগেে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী ফাহিমা বেগম মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পলাতক চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে।