বগুড়ায় ১০৪ নমুনায় শনাক্ত ৫,সুস্থ ১৬

108

স্টাফ রিপোর্টার

বগুড়ায় কমেছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ১০৪টি নমুনার ফলাফলে নতুন করে ৫জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৪ দশমিক ৮০ শতাংশ।একই সময়ে সুস্থ হয়েছেন ১৬জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ৫ জনের সবাই সদরের বাসিন্দা।

শুক্রবার দুপুর ৩টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, ৩১ ডিসেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৪টি নমুনায় ০৩জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১০টি নমুনায় ২জনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯ হাজার ৫৯৫জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ৭৯৫জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২২৪জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫৭৬জন।