৯ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের হটলাইন সচল

109

বগুড়া এক্সপ্রেস ডেস্ক
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের হটলাইনের (০২-৯৫৫৫৫৫৫) নম্বরসহ সব ল্যান্ডফোন নম্বর ৯ ঘণ্টা বিকল থাকার পর পুনরায় সচল হয়েছে।

রোববার (৩ জানুয়ারি) দুপুর দেড়টায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, শনিবার (২ জানুয়ারি) রাত ২-১৫ মিনিটে নম্বরগুরো বন্ধ হয়ে যায়। লাইন মেরামতের জন্য নম্বরগুলো সাময়িক বন্ধ ছিল। সকাল সোয়া ১১টার পর নম্বরগুলো আবার সচল হয়েছে।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, ফোন বিকল হওয়ার সমস্যাটি ফায়ার সার্ভিসের দিক থেকে কোনো বিষয় নয়। বিটিসিএলের কারিগরি ত্রুটির কারণেই মাঝে-মধ্যে এমন হচ্ছে। বিষয়টির স্থায়ী সমাধানের জন্য বিটিসিএলকে চিঠি দেওয়া হয়েছে।