পাকিস্তানে ১১ কয়লা খনিশ্রমিককে অপহরণের পর হত্যা করেছে আইএস

111

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

পাকিস্তানে উগ্রবাদী আইএস ১১ কয়লা খনিশ্রমিককে অপহরণের পর হত্যা করেছে। ইসলামিক স্টেট গ্রুপটি পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কয়লা খনিতে হামলা চালিয়ে ১১ জনকে হত্যার দায় স্বীকার করেছে।

উগ্রবাদীরা শনিবার ওই শ্রমিকদের অপহরণ করে এবং কয়লা খনির কাছেই হত্যা করে।

ভুক্তভোগীরা সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের সদস্য ছিল, হাজারা নামের এই সম্প্রদায়ের মানুষ বারবার উগ্রপন্থীদের লক্ষ্যবস্তু হয়ে আসছে, কারণ তারা শিয়া ইসলামের অনুসারী ছিল।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই হামলাকে “অমানবিক সন্ত্রাসী তৎপরতা” বলে নিন্দা জানিয়েছেন।

প্রদেশটির রাজধানী, কোয়েটার অদূরে এবং আফগানিস্তানের সীমান্তের কাছাকাছি অবস্থিত ছোট শহর মাচের কাছে শনিবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে।

বেলুচিস্তান দেশটির বৃহত্তম এবং দরিদ্রতম অঞ্চল।

সশস্ত্র হামলাকারীরা তাদেরকে অপহরণ করে এবং কাছের কয়েকটি পাহাড়ে নিয়ে যায়।

স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, এই খনি শ্রমিকদের মধ্যে ছয়জন ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়ার পথে তাদেরও মৃত্যু হয়।

ঘটনাস্থলে ধারণকৃত এক ভিডিওতে দেখা গেছে, একটি ছোট্ট ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাশ। প্রত্যেকের দুটি হাত একসাথে বাঁধা ছিল। জানিয়েছেন, বিবিসির সেকান্দর কারমানি।

ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভকারীরা লাশগুলো প্রধান রাস্তায় মধ্যে ফেলে, অবরোধ করে রাখে।

কর্মকর্তারা দায়ীদের দ্রুত গ্রেফতার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানে হাজারা সম্প্রদায়ের সদস্যরা প্রায়ই উগ্রপন্থীদের হামলার মুখে পড়ে।
সূত্র : বিবিসি