বগুড়ায় র‍্যাবের অভিযানে দেড় শতাধিক ফেন্সিডিলসহ আটক ২

116

স্টাফ রিপোর্টার
বগুড়ায় র‍্যাবের অভিযানে দেড় শতাধিক বোতল ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে সদরের মাটিডালি বিমান মোড় এলাকার একটি হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় একটি ট্রাক জব্দ করা হয়।

আটক হওয়া ওই দুই ব্যক্তি হলো- দিনাজপুরের কোতয়ালী থানার ফকিরপাড়া চৌহরার আজিজুল হকের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও একই জেলার চিরি থানার দক্ষিণ পলাশবাড়ির এনামুল হকের আঃ ছালাম (৩৫)।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিডালি বিমান মোড়ে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানকালে ১৬১ বোতল ফেন্সিডিলসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল, ৩ টি সীমকার্ড ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়াও ওকটি ট্রাক ( দিনাজপুর-ট-১১-০০৯০) জব্দ করা হয়।

র‍্যাব ১২ বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার আটক হওয়া ওই দুইজনকে মাদক ব্যবসায়ী দাবি করে জানান, দীর্ঘদিন ধরেই ওই দুই ব্যক্তি জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলো। বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের মাদকসহ আটক করা হয়।

তিনি আরো জানান, আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানায় প্রেরণ করা হয়েছে।