অর্ধশতাধিক যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ান বিমান নিখোঁজ

114

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

মাঝ আকাশ নিখোঁজ ইন্দোনেশিয়ার একটি বিমান। বিমানে সব মিলিয়ে ৫৯ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। শনিবার দুপুরে জাকার্তার সোকরানো-হাত্তা বিমানবন্দর থেকে পোনতিয়ানাকের উদ্দেশে রওনা দেয়। কিন্তু উড়ানের ৪ মিনিটের মধ্যেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে স্থানীয় সময় ১টা বেজে ৪০ মিনিট নাগাদ শ্রীবিজয়া এয়ারলাইনের এসজে ১৮২ নম্বর যাত্রীবাহী ওই বিমানটি ওড়ে। তার কয়েক চার মিনিটের মাথায় বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট FlightRadar24 জানিয়েছে, মাটি থেকে ১০ হাজার ফুট উচ্চতায় থাকাকালীন বিমানটি নিখোঁজ হয়ে যায়। ৬ শিশু-সহ বিমানে মোট ৫৯ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। তাদের মধ্যে ছিল একটি সদ্যোজাত শিশুও। বিমানটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ বিমানটি বোয়িং ৭৩৭-৫০০ সিরিজের। ২৬ বছর ধরে যাত্রী পরিবহণে সেটি ব্যবহার করা হচ্ছিল।