সাঈদ খোকনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আহ্বান তাপসের

119

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে নিজ থেকে কোনো মামলা করেননি বলে জানিয়েছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। এসময় তিনি ‘অতি উৎসাহীদের’কে সাঈদ খোকনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিতে বলেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে ডিএসসিসির নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ‘সাকরাইন উৎসব- ১৪২৭’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন মেয়র।

ডিএসসিসি মেয়র শেখ তাপস বলেন, ‘ওনার (সাঈদ খোকন) বিরুদ্ধে আমি কোনো মামলা করিনি। শুনেছি গতকাল ওনার বিরুদ্ধে দুইটা মামলা হয়েছে আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে। কিন্তু এসব মামলায় আমি জড়িত নই। আমি মামলার বিষয়ে জানিই না। তাই যারা অতি উৎসাহী হয়ে এসব মামলা করেছেন তাদের মামলা প্রত্যাহার করার অনুরোধ করছি।’

শেখ তাপস বলেন, ‘তিনি যেসব বক্তব্য দিয়েছেন আমার বিরুদ্ধে তা হাস্যরস ছাড়া আর কিছুই নয়। আমি এমন হাস্যকর পরিস্থিতিতে নিজেকে জড়াতে চাই না। এটা তার ব্যক্তিগত আক্রোশ মনে করি। সুতরাং তার কথায় যদি আমার কোনো মানহানিকর কিছু ঘটে সেটি ভবিষ্যতে বিবেচনা করা হবে। আপাততত মামলা নিয়ে ভাবছি না।’