ঘন কুয়াশায় আচ্ছন্ন শেরপুরের আকাশ

114

 

মোঃ জাকির হোসেন
শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুর ঘন কুয়াশায় আচ্ছন্ন। শীতে অতিষ্ঠ শ্রমজীবী মানুষ।

বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। যা এই মাসের মধ্যে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত ১৯ ডিসেম্বর বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যা এই মৌসুমে সর্বনিম্ন।

রবিবার বিকেলে বগুড়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ভোর থেকেই জেলাজুড়ে ঘন কুয়াশা রয়েছে। মৃদু শৈত্য প্রবাহ চলছে বগুড়াতেও। সূর্যের দেখা মিলতে সময় লাগতে পারে।

এদিকে ঠাণ্ডার কারণে ব্যাহত হচ্ছে চলতি মৌসুমের ধান রোপণ। কষ্টে আছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠি ও ছিন্নমূল মানুষ।

গত তিন দিন থেকেই এমন আবহাওয়া বইছে জেলাজুড়ে। এমন আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে।