বগুড়ায় নজরুল স্মৃতি স্মরণে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

244

রাশেদুল ইসলাম রাশেদ স্টাফ রিপোর্টার

শুক্রবার (২২ জানুয়ারী) বিকাল ৪ টায় বগুড়া শহরের ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নজরুল স্মৃতি স্মরণে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাজ্জাদুর রহমান নাইট সাবেক জিএস সরকারি শাহ্ সুলতান কলেজ ও সভাপতি অগ্রদূত ক্লাব ফুলবাড়ী বগুড়া।

উক্ত ফাইনাল খেলা উদ্বোধন করেন- নুরুল ইসলাম নুরু কাউন্সিলর প্রার্থী ২ নং ওয়ার্ড বগুড়া পৌরসভা বগুড়া।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শফিকুল ইসলাম পলাশ ইনচার্জ ফুলবাড়ী পুলিশ ফাঁড়ি বগুড়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টিপু সুলতান টিপু সাবেক কাউন্সিলর ১৮ নং ওয়ার্ড ও সভাপতি ১৮ নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগ বগুড়া। মোস্তফা মাহমুদ শাওন বিশিষ্ট শিল্পপতি বিসিক শিল্প নগরী বগুড়া। নওশাদুর রহমান নিশান সভাপতি সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বগুড়া। রাজু হোসেন পাইকাড় রাজু কাউন্সিলর প্রার্থী ১৮ নং ওয়ার্ড বগুড়া পৌরসভা বগুড়া। আতাউর রহমান সাংগঠনিক সম্পাদক জাতীয় শ্রমিক লীগ (উত্তর) শাখা সিনিয়র কার্যনির্বাহী সদস্য আন্তঃজেলা শ্রমিক ইউনিয়ন বগুড়া। শফিকুল ইসলাম শফিক সাবেক ছাত্রনেতা ও কাউন্সিলর প্রার্থী ১৮ নং ওয়ার্ড বগুড়া পৌরসভা বগুড়া। আনোয়ার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ফুলবাড়ী বগুড়া। সুবর্ণ আক্তার মুক্তি বর্তমান সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৬. ১৭.ও ১৮ নং ওয়ার্ড বগুড়া পৌরসভা বগুড়া। রেহানা নাসরিন স্বপ্না সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১৬.১৭.ও ১৮ নং ওয়ার্ড বগুড়া পৌরসভা বগুড়া। রুবিয়া খাতুন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১.২.ও ৩ নং ওয়ার্ড বগুড়া পৌরসভা বগুড়া। আছহাব উদ্দিন কাফি অত্র এলাকার বিশিষ্ট ধারাভাষ্যকার ও কাউন্সিলর প্রার্থী ১৮ নং ওয়ার্ড বগুড়া পৌরসভা বগুড়া।

উক্ত ফাইনাল খেলায় যে দুটি অংশ গ্রহণ করে- জে-আর সেভেন ফুলবাড়ী,বনাম বন্ধু স্পোর্টিং ক্লাব ফুলবাড়ী। টানা এক ঘন্টা চূড়ান্ত খেলার পর উভয় দলই কাঙ্খীত গোলের দেখা না পাওয়ায় গোলশূন্য ড্র হয়। পরে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় ট্রাইবেকারের দিকে মোড় নেয়। এতে উভয় দলের ক্যাপটেনদের সম্মতিতে ট্রাইবেকারে জে-আর সেভেনকে ২ – ১ গোলে পরাজিত করে বন্ধু স্পোর্টিং ক্লাব বিজয় লাভ করে।
রেফারি হিসেবে দায়িত্বে ছিলেন- সুজন এবং তাকে সহযোগিতা করেন রাসেল ও শীতল।

খেলা শেষে বিজয়ীদের মাঝে বিশেষ পুরস্কার তুলে দেন ২ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু ও বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম রেজা।।