বগুড়ায় করোনায় আরো দুইজনের মৃত্যুঃ নতুন শনাক্ত ১

231

স্টাফ রিপোর্টার
বগুড়ায় গত ২৪ ঘন্টায় ৭৫টি নমুনার ফলাফলে নতুন করে একজন করোনায় শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ২৮জন। তবে করোনায় নতুন করে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বগুড়া আদমদিঘীর মন্টু কুমার(৭৫) এবং সোনাতলার আনোয়ারা বেগম(৬৭)। শনিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এছাড়া নতুন আক্রান্ত একজন শেরপুরের বাসিন্দা। রোববার দুপুুুর ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, ২৩ জানুয়ারী, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৭১টি নমুনায় সব নেগেটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৪টি নমুনায় একজনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ৮২৩জন এবং সুস্থতার সংখ্যা ৯হাজার ৪২৭জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ২জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৪২জনে দাঁড়িয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১৫৪জন।