মাদক মুক্ত সমাজ গঠনে যুবকদেরকে এগিয়ে আসতে হবে -উপজেলা চেয়ারম্যান সফিক

175

————————————————
স্টাফ রিপোর্টারঃ মাদক মুত্ত সমাজ গঠনে যুবকদেরকে এগিয়ে আসতে হবে। আমরা যদি ভাল হই, তাহলে সমাজও ভাল হবে। নিজের বিবেককে জাগ্রত করতে হবে। যারা সমাজের ভাল মানুষ তাদেরকে অনুস্বরণ করতে পারলেই নিজেকে ভাল মানুষ হিসাবে গড়ে তোলা সম্ভব। এজন্য আমাদের সকলের উচিৎ ভাল মানুষদেরকে অনুস্বরণ করে সামনের দিকে নিজেকে ও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া।
শনিবার সন্ধ্যায় বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের কমলপুর সমাজ কল্যাণ পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীত বস্ত্র বিতরণ, ও ক্রীড়া প্রতিযোগীতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, প্রধান বক্তা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, প্রধান পৃষ্টপোষক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল হান্নান রিপু,। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, ছাত্রলীগ নেতা আবু তাহের সোহাগ, শরিফ উদ্দিন, আমিরুল ইসলাম, আ: আজিজ, দেলোয়ার হোসেন, জালাল উদ্দিন,হাসান সারোয়ার, শহিদুল ইসলাম, জাকারিয়া, আরশাদ, আবু খাইয়ুম, শাকিল, মিলন, হেলাল, মোমিন, শিপন,ইমদাদুল প্রমুখ।