বগুড়ায় করোনায় শনাক্ত ১০ সুস্থ ১১

115

স্টাফ রিপোর্টার

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১০৩টি নমুনার ফলাফলে নতুন করে ১০জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৯ দশমিক ৭০শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ১১জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ১০ জনের সবাই সদরের  বাসিন্দা।

বুধবার  দুপুর  ২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি জানান, ২৬ জানুয়ারি জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৮টি নমুনায় ১০জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৫ নমুনায় সবার নেগেটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯ হাজার ৮৪৩জন এবং সুস্থতার সংখ্যা ৯হাজার ৪৮৬জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৪২জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১১৫জন।