চলতি মাসেই এইচএসসির ফল

125

অনলাইন ডেস্ক

চলতি মাসেই এইচএসসির ফল প্রকাশ হতে পারে। জানুয়ারির ৩০ অথবা ৩১ তারিখ ফল প্রকাশ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী ৩০ জানুয়ারি (শনিবার) অথবা ৩১ জানুয়ারি (রোববার) প্রধানমন্ত্রী সময় দিতে পারবেন।

এদিকে, বুধবার (২৭ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমরা এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সব প্রস্ততি শেষ করেছি। এখন শুধু প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই চলতি মাসে ফল প্রকাশ করা হবে। আমরা প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে আবেদন করেছি।’

প্রসঙ্গত, গত বছরের ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে তা বাতিল করা হয়। পরে শিক্ষার্থীদের জেএসসি, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল গড় করে এইচএসসি সমমানের পরীক্ষার ফল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে জেএসসি-জেডিসির ফলের ২৫ এবং এসএসসির ফলের ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে এইচএসসির ফল ঘোষিত হবে।