দুর্নীতির সূচকে শীর্ষে দক্ষিণ সুদান ও সোমালিয়া

124

অনলাইন ডেস্ক

বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২০’ অনুযায়ী দুর্নীতির শীর্ষ স্থানে রয়েছে দক্ষিণ সুদান ও সোমালিয়া। সর্বনিম্ন ১২ স্কোর নিয়ে দেশ দুটি যৌথভাবে ২০২০ সালে শীর্ষ স্থানে রয়েছে। তবে ২৬ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান যৌথভাবে ১২তম শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায়।

এ বছর সর্বোচ্চ ৮৮ স্কোর নিয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের শীর্ষে যৌথভাবে রয়েছে ডেনমার্ক ও নিউজিল্যান্ড। আর ৮৫ স্কোর নিয়ে যৌথভাবে ফিনল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন, সুইজারল্যান্ড রয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পাঠানো সংবাদ বিবৃতিতে, টিআই’র পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২০’ প্রকাশ করা হয়।

তবে বাংলাদেশের অবস্থান সম্পর্কে টিআই বলছে, সিপিআই ২০২০ অনুযায়ী বিগত দুই বারের মতো বাংলাদেশের স্কোর ২৬ যা ২০১৮ ও ২০১৯ সালের তুলনায় অপরিবর্তিত।