ভ্যাকসিন নিলেন জুনায়েদ আহমেদ পলক

121

অনলাইন ডেস্ক

প্রথম মন্ত্রী পরিষদ সদস্য হিসেবে ভ্যাকসিন নিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভ্যাকসিন নেন।

করোনা ভ্যাকসিনেশন কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর পাঁচ হাসপাতালে টিকা দেয়া হচ্ছে। এর মধ্যে বিএসএমএমইউ ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া প্রথম ভ্যাকসিন নেন।

সকাল ৯টা ১০ মিনিটে ভ্যাকসিন নেন ডা. কনক কান্তি বড়ুয়া। আর ১০টা ৩৫ মিনিটে নেন পলক। এসময় পলক বলেন, আমি টিকা নিয়েছি কোন সমস্যা হয়নি। কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। তাই বিভ্রান্ত হবেন না, সুযোগ মিললেই ভ্যাকসিন নিয়ে নেবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আজ প্রায় ২০০ জনকে টিকা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আতিকুর রহমান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিনসহ শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, আনসারসহ দুইশ’ জন টিকা নেবেন।।